রাজশাহীতে বাড়ছে পদ্মার পানি
বর্ষার শুরু থেকেই রাজশাহীর পদ্মা নদীর পানি বাড়ছে। তবে মাসের শুরুতে যে হারে পানি বাড়ছিল তা এখন কিছুটা কমেছে। চলতি মাসে এ পর্যন্ত ১ দশমিক ২২ মিটার পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ০ দশমিক ১ সেন্টিমিটার।
বুধবার (৫ জুলাই) রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহীর বড়কুঠি পদ্মা পয়েন্ট ৩০ জুন পানির প্রবাহ ছিল ৯ দশমিক ৯৪ মিটার। ১ জুলাই তা বেড়ে দাঁড়ায় ১০ মিটারে। ২ তারিখ পানি বৃদ্ধির প্রবাহ ছিল ১০ দশমিক ৫০ মিটার। ৩ তারিখে পানির উচ্চতা দাঁড়ায় ১১ দশমিক ০৫ মিটার। মঙ্গলবার ছিল ১১ দশমিক ১৫ মিটারে। বুধবার সকাল ৬টায় পানি প্রবাহ হয় ১১ দশমিক ১৬ মিটার।

আরও পড়ুন: সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল, সম্পাদক কায়সার
এনামুল হক আরও বলেন, রাজশাহীর পদ্মায় চলতি মাসে পানির প্রবাহ বেড়েছে ১ দশমিক ২২ মিটার। তবে এখন পানির প্রবাহ কিছুটা কম। মাসের শুরুতে পানি প্রবাহ বেশি ছিল। রাজশাহীর বিপদসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার। সেই হিসেবে বর্তমানে বিপদসীমার ৬ দশমিক ৮৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। তখন পানি ১৮ দশমিক ৭০ মিটার উচ্চতায় উঠেছিল। অর্থাৎ সে সময় পদ্মা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
সাখাওয়াত হোসেন/জেএস/এমএস