জেলা প্রশাসন

সাভারের সড়কে অভিযান, ৬১ হাজার টাকা জরিমানা আদায়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৫ জুলাই ২০২৩

সাভারে পরিবহন ও সড়কে চলাচলে নানা অসংগতি থাকায় অভিযান চালিয়ে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।

বুধবার (৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত। এটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল শহীদুল ইসলাম সোহাগ।

আরও পড়ুন: পটুয়াখালী সদর ও কলাপাড়া থানায় যোগ দিলেন নতুন ওসি

jagonews24

তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭৫ এবং ৯২ ধারায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাড়ির ফিটনেস না থাকা, লাইসেন্স না থাকা, রোড পারমিট না থাকা, মোটরসাইকেলচালকসহ ২ এর অধিক যাত্রী পরিবহন, হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো ইত্যাদি অপরাধে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোট ১৬টি মামলায় ৬১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

তিনি আরও বলেন, একই সঙ্গে গাড়িচালক এবং যাত্রীদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়। জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

মাহফুজুর রহমান নিপু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।