শিক্ষকের কুরুচিপূর্ণ বক্তব্য ভাইরাল, বহিষ্কার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১০ জুলাই ২০২৩

যশোরে এক শিক্ষকের কুরুচিপূর্ণ বক্তব্য ভাইরালের ঘটনায় তার বহিষ্কার দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার (১০ জুলাই) বেলা ১১টায় যশোরে বিমানবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ মানববন্ধন করের।

সম্প্রতি ওই স্কুলের সহকারী শিক্ষক শফিকুজ্জামানের কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুজ্জামান ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে সহকর্মী শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করে আসছেন। গ্রুপিং করে বিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছেন। অনেক শিক্ষকের এমপিওভুক্তিতে বাধা সৃষ্টি করেছেন। তার কারণে অনেক ভালো শিক্ষক বিদ্যালয় ছাড়তে বাধ্য হয়েছেন। পাশাপাশি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের বাইরে রাজনীতিতে সম্পৃক্ত করার চেষ্টা করছেন।

সবশেষ তিনি ফোনে সহকারী শিক্ষক তাসলিমা খাতুন, অ্যালভিনা আক্তার ও সহকারী প্রধান শিক্ষক ঝর্ণা আক্তারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি জানার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ও অভিভাবকরা এ মানববন্ধন করেন। মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক শফিকুজ্জামানের বহিষ্কার দাবি করা হয়।

মানববন্ধনে স্কুলটির সাবেক শিক্ষার্থী শরিফুল ইসলাম মনা, ফয়সাল ইসলাম, আলমগীর হোসেন, সিন্টু মিয়া, মোছা. হেনা খাতুন প্রমুখ বক্তব্য দেন।

জানতে চাইলে যশোর বিমানবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার হালদার বলেন, সহকারী শিক্ষক শফিকুজ্জামানের কুরুচিপূর্ণ বক্তব্য ও তার বিরুদ্ধে মানববন্ধনের বিষয়টি আমরা অবগত। স্কুলের গভর্নিং বডির সভাপতি দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

মিলন রহমান/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।