নির্মাণাধীন ভবনের বিমচাপা পড়ে শ্রমিক নিহত

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১০ জুলাই ২০২৩

যশোরের শার্শায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে চাপা পড়ে জাহিদ হোসেন (১৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) দুপুরের দিকে বাগআঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হোসেন পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।

সঙ্গে থাকা নিহতের ভগ্নিপতি শিমুল জানান, জাহিদ পেশায় একজন রাজমিস্ত্রি। বাগআঁচড়ার কামরুল ইসলামের একটি বাড়ি নির্মাণের সেন্টারিংয়ের কাজ করছিলেন জাহিদ হোসেন। এ সময় অসাবধানতাবসত বিম ভেঙে পড়লে জাহিদ হোসেন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নির্মাণাধীন বাড়ির মালিকের ভগ্নিপতি আব্দুল আল মামুন বলেন, বিল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবসত এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনে আমি তাদের বাড়িতে যাই। এখানে এসে জানতে পারলাম তারা দীর্ঘ ৩ মাস যাবত ওই বিল্ডিংয়ে কাজ করছিল। নিয়ম অনুযায়ী আমরা তার জন্য যা করার দরকার তাই করবো।

স্থানীয় ইউপি সদস্য মুজিবর রহমান মজু জানান, নিহত জাহিদ আমার গ্রামের ছেলে। সে রাজমিস্ত্রির কাজ করে। আজ দুপুরে কাজ করতে গিয়ে বিম ভেঙে চাপা পড়ে সে মারা গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।

জামাল হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।