নানাবাড়ি বেড়াতে এসে হাওরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১২ জুলাই ২০২৩
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরের পানিতে ডুবে জান্নাত আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নোঁওয়া গাঁও হাওরে ডুবে তার মৃত্যু হয়।

জান্নাত আক্তার ব্রাহ্মবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোওয়ালনগর ইউনিয়নের কদমতলি গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের মেয়ে।

আরও পড়ুন: হাওরে ডুবে দুই শিশুর মৃত্যু 

স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে জান্নাত নোঁওয়া গাঁও নানার বাড়িতে বেড়াতে যায়। সকালে নানার বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল সে। হঠাৎ সবার অজান্তে বাড়ি সংলগ্ন হাওরের পানিতে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। পরে হাওরের পানিতে থেকে জান্নাতকে উদ্ধার করা হয়। দুপর ১২টার দিকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, হাসপাতালে নিয়ে আসার আগে জান্নাতের মৃত্যু হয়েছে।

বাঙ্গলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম জানান, হাওরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

এসকে রাসেল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।