বেনাপোল পৌরসভায় প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ কাল

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৬ জুলাই ২০২৩

রাত পোহালে যশোরের বেনাপোল পৌরসভায় ভোটগ্রহণ শুরু হবে। রোববার (১৬ জুলাই) বিকেলে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) ভোটগ্রহণের সব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নাটকীয়ভাবে শনিবার স্বতন্ত্রপ্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ায় এখন মেয়র পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাসির উদ্দীন ও স্বতন্ত্রপ্রার্থী মফিজুর রহমান সজন।

jagonews24

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, যে কোনো মূল্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। অপ্রীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিসি ক্যামেরা ও নির্বাচন কমিশনারের পর্যবেক্ষক টিম থাকবে।

এ পৌরসভার ৯ ওয়ার্ডের ১২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৪ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৩৪১ জন।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।