অষ্টগ্রামে হাওরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:২০ এএম, ১৭ জুলাই ২০২৩

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পানিতে ডুবে মাহিন মিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের বাজুকা বড়হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাহিন মিয়া একই গ্রামের মো. আশিক মিয়ার ছেলে। সে বাজুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন মিয়া রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন ভাবেন মাহিন হয়তো সহপাঠীদের সাথে খেলাধুলা করছে তাই কোনো খোঁজ করেনি। কিন্তু বিকেল হলেও যখন মাহিন বাড়ি ফিরেনি তখনই পরিবারের লোকজন তাকে খু্ঁজাখোঁজি শুরু করেন।

কোথায়ও না পেয়ে বাড়ির পাশের হাওরের পানিতে খোঁজতে শুরু করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে হাওরের পানিতে মাহিনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

খয়েরপুর-আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসকে রাসেল/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।