স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৫ জুলাই ২০২৩

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আলম শেখের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এ রায় ঘোষণা করেন। অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ মে পারিবারিক কলহের জের ধরে কালুখালী উপজেলার চাদমৃগী গ্রামে স্ত্রী সুফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী আলম শেখ। হত্যাকাণ্ডের পর স্বামী আলম শেখ পালিয়ে যান। এ ঘটনায় পরদিন নিহতের ভাই আব্দুল হামিদ মন্ডল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।

রুবেলুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।