পিরোজপুরে তুলে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৫ আগস্ট ২০২৩

পিরোজপুরে রাস্তা থেকে তুলে নিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পান্তাডুবি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে আমিন খান (৪১) ও মো. সোহাগ মীর (৩৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ। আমিন খান উপজেলার টোনা ইউনিয়নের চান খানের ছেলে ও মো. সোহাগ মীর পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকার সালাম মীরের ছেলে।

আরও পড়ুন: রিকশা থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, কারাগারে ৩ যুবক

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে করে পিরোজপুর-নাজিরপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী ওই নারী। পথে কদমতলা এলাকায় পৌঁছালে আমিন খান ও ইমরান খান নামের দুই যুবক মোটরসাইকেল থামিয়ে ওই নারীকে তুলে নিয়ে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। সেখানে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে ছেড়ে দিলে তিনি রাতে পিরোজপুর সদর থানায় গিয় পুলিশকে বিষয়টি জানান।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, ভুক্তভোগী নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমিন খান ও তার সহযোগী সোহাগকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।