ফ্যান্টাসি কিংডমে শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত: ০২:১৮ পিএম, ২১ মার্চ ২০১৬

আশুলিয়ায় ফ্যন্টাসি কিংডম থিম পার্কের ভিতরে ওয়াটার ওয়ার্ল্ডে গোসল করতে নেমে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

নিহত ওই ছাত্রের নাম সামিউল ফাহিম। তার বাসা রাজধানীর ধানমন্ডিতে। তিনি বিএফ শাহীন কলেজের বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ফ্যান্টাসি কিংডমের ভিতরের ওয়াটার ওয়ার্ল্ডে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালের ১১টার দিকে সামিউল তার ১৪-১৫ বন্ধুর সঙ্গে ফ্যান্টাসি কিংডমে ঘুরতে আসে। পরে তারা সবাই ওয়াটার ওয়ার্ল্ডে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে তার বন্ধুরা দেখতে পায় সামিউল অচেতন অবস্থায় পানিতে পরে আছে। পরে পার্ক কর্তৃপক্ষ ও তার বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই বিষয়ে ফ্যান্টাসি কিংডমের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহফুজুর রহমান জানান, দুপুরে শামিউল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে ।

এছাড়া পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে আসলে কি কারণে সামিউলের মৃত্যু হয়েছে।

আল-মামুন/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।