সিলেট বেতারে এসি বিস্ফোরণ, সাড়ে ৩ ঘণ্টা পর সম্প্রচার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ বেতার সিলেটে এসির কমপ্রেসর বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ ছিল।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টায় বেতার সম্প্রচার আবারো স্বাভাবিক হয়। বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে পাঁচ টনের একটি এসির কমপ্রেসর বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এফএম সম্প্রচার বন্ধ ছিল। বিকেল ৪টার পর থেকে বেতারের সম্প্রচার স্বাভাবিক আছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিলেট ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জাগো নিউজকে বলেন, দুপুর ১২টা ৫৮ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দামি দামি যন্ত্রপাতি থাকায় আগুন নেভানোর গ্যাস ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয়।

ছামির মাহমুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।