বিছনাকান্দিতে বালু উত্তোলন, ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

সিলেটের অন্যতম পর্যটন স্পট গোয়াইনঘাটের বিছনাকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুবাহী ১৫টি বাল্কহেডকে ৬ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা টাস্কফোর্স।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকা ঘাট থেকে বিছনাকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত উপজেলা প্রশাসন এই টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকা ঘাট থেকে বিছনাকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবি বিছনাকান্দি কোম্পানির জওয়ানরা সহায়তা করেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান জাগো নিউজকে বলেন, রুস্তমপুর ও বিছনাকান্দির পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের গোয়াইনঘাটের সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে সোমবার দিনভর রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকা ঘাট থেকে পর্যটন এলাকা বিছনাকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছোট-বড় ১৫টি বালুবাহী বাল্কহেডকে ৬ লাখ টাকা জরিমানা এবং নৌকাগুলো জব্দ করা হয়।

ছামির মাহমুদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।