খুলনায় চিংড়িতে জেলি পুশ করায় ৬ জনকে জেল-জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

খুলনায় চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করার অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- আসাদুল (৩০), চাঁন মিয়া (৩২), সিরাজুল (২৬), মনির (৩৩), রুবেল (২২) ও রিপন শেখ। তাদের মধ্যে রিপন শেখ ছাড়া সবাইকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। রিপন শেখকে সাতদিনের কারাণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়। খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নগরীর নতুন বাজার এলাকার মেসার্স এসএস ফিস ট্রেডার্সের ডিপোর ভেতরে চিংড়িতে জেলি পুশ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ ও ছয়জনকে কারাণ্ড ও অর্থণ্ড দেওয়া হয়।

আলমগীর হান্নান/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।