সেচ মেশিনের পানি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলপুরে ফসলি জমিতে সেচ মেশিনের পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে এনামুল হক (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এনামুল হক।
এর আগে ওইদিন সকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামে সেচ মেশিনের পানি নিয়ে বিরোধের জেরে কৃষক এনামুল হককে কুপিয়ে আহত করা হয়। নিহত এনামুল হক আব্দুল হাইয়ের ছেলে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে ফসলি জমিতে সেচ মেশিনের পানি দেওয়াকে কেন্দ্র করে কৃষক এনামুল হকের সঙ্গে বাকবিতাণ্ডায় জড়ায় একই এলাকার জমসেদ আলীর ছেলে মিজানুর রহমান। ঘটনার এক পর্যায়ে দুইজনের মধ্যে ঝগড়া হলে এনামুল হককে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মিজানুর রহমান।
পরে স্থানীয়রা এনামুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান তিনি। ঘটনার পর থেকে জমসেদ আলীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
মঞ্জুরুল ইসলাম/এএইচ/এমএস