দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেট দায়ী: কবির বিন আনোয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক সচিব কবির বিন আনোয়ার বলেছেন, এদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেট দায়ী। এ সিন্ডিকেট বাজারকে অস্থিতিশীল করে তুলছে। সিন্ডিকেট ভেঙে সরকার বাজার নিয়ন্ত্রণে আনবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ আয়োজিত রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচি উদ্বোধন ও সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করতে চায়। কিন্তু আওয়ামী লীগ ও এ দলের নেতৃত্বে জনগণকে প্রতিহত করা সহজ না। বিএনপিকে সন্ত্রাসী পথ ছেড়ে গণতন্ত্রের ধারায় ফিরে আসতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে অনেক উন্নয়ন হয়েছে। অনেক মেগা প্রকল্পের কাজ চলমান। এগুলো শেষ হলে দেশের মানুষের জীবনমান উন্নত হবে।

কবির বিন আনোয়ার বলেন, দেশকে পেছনে নিয়ে যেতে আর কাউকে সুযোগ দেওয়া যাবে না। শেখ হাসিনার হাত ধরে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর সভাপতি ইকরামুল হক টিটুসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।