শ্যামলী পরিবহনের বাস থেকে ক্রিস্টাল মেথ খুঁজে বের করলো কুকুর

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ খুঁজে বের করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষিত কুকুর।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে এসব ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

jagonews24

জানা যায়, পাবনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আসছে এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ভাটিয়ারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। সকালে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস থামানো হয়। বিজিবির প্রশিক্ষিত একটি কুকুরের মাধ্যমে ওই বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর একটি ব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায় । তবে বহনকারী কাউকে না পাওয়ার কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে তথ্য পাওয়ার পর মহাসড়কে টাস্কফোর্সের টিম সতর্ক অবস্থানে ছিল। অভিযানে বাস থেকে এক কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়। জব্দ মাদক থেকে তিনটি স্যাম্পল তিনটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অবশিষ্ট মাদক মাদকদ্রব্য অধিদপ্তরের জিম্মায় আছে। অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।