মেহেরপুরে মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

মেহেরপুরে মানব পাচারের দায়ে মাসুদ রানা (৪৩) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান জানান, রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে ১৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে মাসুদ রানা দীর্ঘদিন আত্মগোপনে রয়েছেন।

মাসুদ রানা যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী নতুন বাজারের নজরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

আদালত সূত্র জানায়, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আকবর আলী মীরের ছেলে সইবুর রহমানকে ভালো বেতনে লিবিয়ায় নেওয়ার লোভ দেখান মাসুদসহ কয়েকজন। ছেলে ও পরিবারের উন্নত ভবিষ্যৎ চিন্তা করে নজরুল তাতে রাজি হন। তিনি ব্যাংকের মাধ্যমে সাত লাখ টাকা দেন মাসুদ রানাকে। ২০১৪ সালের ১ জুলাই সইবুরকে তার বাড়ি থেকে লিবিয়ায় পাঠানোর জন্য ঢাকায় নিয়ে যান মাসুদ। এরপর থেকে ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেনি আকবর আলী মীর। নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হন তিনি। মাসুদ রানার কাছ থেকেও কোনো সদুত্তোর মেলেনি। অনুপায় হয়ে ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর মেহেরপুর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মামলা আর্জি করেন আকবর আলী। আদালত অভিযোগটি আমলে নিয়ে মুজিবনগর থানাকে মামলা দায়ের পূর্বক তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পুলিশের তদন্তে উঠে আসে মাসুদ রানার মানবপাচার চক্রের সম্পৃক্ততা। লিবিয়ার পাচারের কিছুদিন পর মারা যায়। অবৈধভাবে লিবিয়ায় পাঠানোর কারণে তার মরদেহ দেশে ফিরিয়ে আনাও সম্ভব হয় না।

আদালতে মামলার সাক্ষ্য প্রমাণে মাসুদ রানা দোষী হিসেবে সাব্যস্ত হয়। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(২) ধারার অপরাধে মাসুদ রানাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন বিজ্ঞ বিচারক।

এআইকিউ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।