এখন শক্ত কর্মসূচি দিতে হবে তা হলো হরতাল: গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

দেশে গণতন্ত্র নেই, মানুষ ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে হয়ে যায়, দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। তাই মানুষ শেখ হাসিনাকে আর একমুহূর্তও ক্ষমতা দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের মতো লগি-বৈঠা দিয়ে মানুষ মারি নাই, লাশের ওপর নৃত্য করি নাই। আমরা ক্ষমতায় আসার জন্য আন্দোলন করছি না। আন্দোলন করছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় সিলেট নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে একদফা দাবিতে ভৈরব থেকে সিলেট অভিমুখে শুরু হওয়া তারুণ্যের রোডমার্চের সবশেষ সমাবেশে গয়েশ্বর রায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। দেশে আজ গণতন্ত্র নেই। তাই বিশ্ববাসী তাদের পক্ষে নেই। গোটা বিশ্ব অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি যা শেখ হাসিনা বুঝতে পারছে না। এখন শক্ত কর্মসূচি দিতে হবে, আর তা হচ্ছে হরতাল।

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে রেখেছে মন্তব্য করে সাবেক এ মন্ত্রী বলেন, তারা সাংবাদিক সাগর ও রুনি হত্যাকাণ্ডের বিচার করে নাই। আওয়ামী লীগ লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে। ডলারের কারণে এলসি করা যাচ্ছে না। ভোটচোরকে মানুষ বিশ্বাস করে না।

sy-(2).jpg

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এরআগে বৃহস্পতিবার সকালে ভৈরব থেকে শুরু হওয়া তারুণ্যের রোডমার্চ রাত পৌনে ৮টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এসে পৌঁছে। এসময় সমবেত জনতা করতালি ও স্লোগান দিয়ে রোডমার্চের গাড়িবহরকে স্বাগত জানান। রোডমার্চে নেতৃত্ব দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ছামির মাহমুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।