দুই ভোটে হেরে মামলা, আড়াই বছর পর পুনর্গণনায় ৪ ভোটে বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ৩০ জানুয়ারি। ওইদিন ভোট গণনা শেষে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদকে নারিকেল গাছ প্রতীকে দুই ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা। তখনই ভোট গণনায় গলদ আছে অভিযোগ তোলেন পরাজিত মেয়র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী জগ প্রতীকের ফারুক আহমদ।

ওই বছরেই তিনি সিলেট যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে পাঁচটি ভোটকেন্দ্রের ব্যালট পেপার পুনর্গণনা চেয়ে মামলা করেন। পরে আদালত বাদীপক্ষের সাক্ষী ও বিবাদীপক্ষের সাফাই সাক্ষী গ্রহণ করে ভোট পুনরায় গণনার নির্দেশ দেন।

পুনর্গণনায় ফারুক আহমদ চার ভোট বেশি পান। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনী মামলার রায় ঘোষণা করেন সিলেট যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচার আরিফুজ্জামান।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন ট্রাইব্যুনাল সিলেটের পিপি ও বাদীপক্ষের আইনজীবী আলী মর্তুজা কিবরিয়া। তিনি বলেন, এ রায়ের মধ্যদিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ফলাফলে কারচুপির অভিযোগে করা মামলা দীর্ঘদিন চলার পর উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে কয়েক দফায় আদালতে ভোট পুনরায় গণনা করা হয়। এতে দেখা যায়, স্বতন্ত্র মেয়র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ফারুক আহমদে নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৭১ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আব্দুল আহাদ জগ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৬৭ ভোট। বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণা করেন। রাত সাড়ে ৮টার দিকে আদালতের ওয়েবসাইটে রায়ের তথ্য প্রকাশ করা হয়।

ভোটের প্রায় আড়াই বছর পর ভোট পুনর্গণনায় সদ্য বিজয়ী ফারুক আহমদ জাগো নিউজকে বলেন, ‘আদালত যে সাধারণ মানুষের শেষ ভরসাস্থল তা প্রমাণ হয়েছে এ রায়ের মাধ্যমে। রায়ে জনগণের বিজয় হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করলে আব্দুল আহাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তার আইনজীবী শামসুল হক বলেন, রায় প্রকাশের বিষয়ে তিনি অবগত নন। আব্দুল আহাদের বিরুদ্ধে রায় গেলে তার মক্কেল পরবর্তী করণীয় ঠিক করবেন। যদি বাদী মনে করেন উচ্চ আদালতে যাবেন তাহলে সেটা তিনিই সিদ্ধান্ত নেবেন।

ছামির মাহমুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।