সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি
দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, আরইউজের সাধারণ সম্পাদক তাঞ্জিমুল হক।
এদিকে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি প্রত্যাহার দাবিতে বিবৃতি দিয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরাম রাজশাহী বিভাগের সভাপতি গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক এনায়েত করিম। এ ঘটনায় তারা গভীর উদ্বেগের পাশাপাশি তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়াকে সার্ক জার্নালিস্ট ফোরাম গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের মত প্রকাশের ক্ষেত্রে বাধা বলে মনে করছে। মামুনসহ এ পর্যন্ত গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে যে সব মামলা চলমান আছে তা বাতিলের দাবি জানাই।
সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম