সম্মেলনের ৯ মাস পর ময়মনসিংহ জেলা-মহানগর আওয়ামী লীগের কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের ৯ মাস পর জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে দুটি কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলীয় নেতারা কমিটির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২২ সালের ৩ ডিসেম্বর ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং মহানগর আওয়ামী লীগে সভাপতি হিসেবে সিটি মেয়র ইকরামুল হক টিটু ও মোহিত রহমান শান্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন: চাঁদের গ্রেফতারের পেছনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জড়িত: মিনু

সম্মেলনের ৯ মাস ২২ দিন পর সোমবার জেলা ও মহানগর শাখা কমিটি পূর্ণাঙ্গ করা হয়। জেলা আওয়ামী লীগের কমিটিতে এগারো জনকে সহ-সভাপতি, তিনজনকে যুগ্ম সাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় পদে ৩৯ সদস্য, ৩৬ জন সাধারণ সদস্য এবং ২৭ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

মহানগর আওয়ামী লীগের কমিটিতে ১২ জনকে সহসভাপতিসহ ৩৯ জনকে সম্পাদকমণ্ডলী এবং ৩৬ জনকে সদস্য করা হয়েছে। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ৩১ জনকে।

মঞ্জুরুল ইসলাম/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।