কামাল হোসেন
তারেক লন্ডনে মিথ্যাচার করছেন, আর বিএনপি এখানে লাফাচ্ছে
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপির নেতা তারেক রহমান মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছেন। তিনি লন্ডনে বসে বসে মিথ্যাচার করছেন। আর বিএনপি এখানে লাফাচ্ছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর পাঠানপাড়া শিমুলতলা মোড়ে রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে কামাল হোসেন বলেন, গণতন্ত্র হত্যাকারী জিয়াউর রহমান। রাতের বেলায় ভোট চুরি করেন। রাত ১১টা পর্যন্ত ভোট করে তারা গগণতন্ত্র হত্যা করেছেন। গণতন্ত্র উদ্ধার করেছে আওয়ামী লীগ। জিয়া-এরশাদের রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। সামরিক শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে আওয়ামী লীগ বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন।’
তিনি বলেন, ‘বিএনপির দুই কান কাটা। এজন্য লজ্জা নেই। চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ চেয়েছিল, খালেদা জিয়া দেননি। জনগণ তাদের পদত্যাগ চেয়েছিল। আজ তারা বলে বিদ্যুৎ দিতে পারে না। লজ্জা করে না!’
সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম