রূপগঞ্জে সাবরেজিস্ট্রারের অপসারণ দাবিতে কলম বিরতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্নীতি, দাতা ও গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে সাবরেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহকে অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো কলম বিরতি পালন করেছেন দলিল লেখক ও ভেন্ডার সমিতির সদস্যরা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রূপগঞ্জ রেজিস্ট্রি অফিস এলাকায় তৃতীয় দিনের মতো চলছে কলম বিরতি কর্মসূচি। এদিকে কলম বিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন জমির দাতা ও গ্রহীতারা। দলিল লেখক ও ভেন্ডাররা অফিস না করায় জনশূন্য হয়ে পরেছে সাবরেজিস্ট্রার কার্যালয়।
মিয়াবাড়ি এলাকার আলামিন নামের এক জমির দাতা বলেন, জমি রেজিস্ট্রি করতে এসে দেখি দলিল লেখকরা কলমবিরতি পালন করছেন। তারা দলিল করবেন না। আমার বিশেষ প্রয়োজনে টাকা দরকার দলিল রেজিস্ট্রি না হলে টাকা পাবো কোথায় থেকে।
আরও পড়ুন: ইভটিজিংয়ের সময় অভিভাবকের হাতে আটক, যুবকের ৬ মাসের জেল
মর্তুজাবাদ এলাকার রিনা ইসলাম নামের এক গৃহিণী বলেন, জমি কেনার জন্য দাতাকে টাকা দিয়ে ফেলেছি। এখন দলিল লেখকদের কর্ম বিরতির কারণে রেজিস্ট্রি করতে পারছি না। দাতা যেকোনো সময় ঝামেলা করতে পারে। বড় চিন্তায় আছি।
পুবেরগাঁও এলাকার আব্দুর সবুর মিয়া বলেন, দুই শতাংশ জমি কেনার জন্য দাতাকে বায়না দিয়েছি। দাতা বিদেশে চলে যাবে। কর্ম বিরতির কারণে দলিল রেজিস্ট্রি করতে পারছি না। দাতা বিদেশে চলে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
মুড়াপাড়া এলাকার ব্যবসায়ী নুরু মিয়া বলেন, সাবরেজিস্ট্রারের সঙ্গে দলিল লেখকদের যে ঝামেলা দ্রুত মিটিয়ে দলিল রেজিস্ট্রি কার্যক্রম শুরু করলে দাতা-গ্রহীতাদের ভোগান্তি শেষ হবে।
সাবরেজিস্ট্রার দলিল লেখক ও ভেন্ডার সমিতির আহ্বায়ক মুশফিকুর রহমান রিপন বলেন, রূপগঞ্জ পূর্ব সাবরেজিস্ট্রার নানা অনিয়মের মাধ্যমে আমাদের জিম্মি করে তুলেছেন। অবিলম্বে তার প্রত্যাহার জরুরি। এই সাবরেজিস্ট্রারকে প্রত্যাহার না করা পর্যন্ত আমরা কলম বিরতিসহ আমাদের কর্মসূচি চালিয়ে যাব।
আরও পড়ুন: বিজিবির গাড়িতে হামলা করে আসামি ছিনতাই
এ বিষয়ে অভিযুক্ত সাবরেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ জাগো নিউজকে বলেন, নতুন ভূমি আইন বাস্তবায়নে দলিল লেখকদের বা জমি মালিকদের আপত্তি থেকে ভুল বোঝাবুঝি হচ্ছে। দলিল লেখকদের সঙ্গে কথা হচ্ছে, দ্রুত ভুল বোঝাবুঝি সমাধান হবে। এছাড়া জমি রেজিস্ট্রি করার জন্য তো আমি বসে আছি। জমির দাতা গ্রহীতারা যদি দলিল লেখকদের দিয়ে দলিল লেখিয়ে নিয়ে না আসে আমার কি করার আছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর থেকে কলম কর্মসূচি পালন শুরু করেন স্থানীয় দলিল লেখক সমিতির সদস্য ও জমি মালিকরা ।
জেএস/জেআইএম