রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আজিজুল ইসলাম (২০)। তার বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়বিশাকুল গ্রামে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বরে আক্রান্ত হলে ২৩ সেপ্টেম্বর তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন রামেক হাসপাতালে পাঠানো হয়। এখানে আসার পর শারীরিক অবস্থা খারাপ থাকায় মঙ্গলবার দুপুরে তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে তিনি সেখানে মারা যান। আজিজুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।