শেখ হাসিনার জন্মদিনে যশোরে ‘ওয়েব অ্যাপ বিলবোর্ড’ চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের দুর্লভ তথ্যচিত্র নিয়ে চালু হয়েছে ‘শেখ হাসিনা আর্কাইভ ওয়েব অ্যাপ বিলবোর্ড’।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এ ওয়েব অ্যাপের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত টেকনোলজি ও ইতিহাসকে এক সুতায় বাঁধতেই এ উদ্যোগ। ডিজিটাল লাইব্রেরি ফরম্যাটে শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয়ে তুলে ধরা হয়েছে এ ওয়েব অ্যাপে, যার বাস্তবায়ন করেছে যশোর জেলা ছাত্রলীগ। নির্মাতা প্রতিষ্ঠান শেখ নাঈম ইনিশিয়েটিভস।

নির্মাতা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘শেখ হাসিনা আর্কাইভ ওয়েব অ্যাপ বিলবোর্ড’ মূলত অগমেন্টেড রিয়্যালিটি’ প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা এক বিশেষ আর্কাইভ।

৮ ফুট বাই ৬ ফুট চারকোনা বিলবোর্ড আকৃতির এ ওয়েব অ্যাপে শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয়ে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর জীবনের রাজনৈতিক ও পারিবারিক ঘটনা, রাজনৈতিক কর্মকাণ্ডের ঐতিহাসিক বিভিন্ন বক্তব্য চিত্র লিঙ্ক আকারে তুলে ধরা হয়েছে এতে। খালি চোখে এটি কেবলই একটি বিলবোর্ড হলেও ত্রিমাত্রিক ইমেজ ট্র্যাকিং ও ইমেজ প্রসেসিং প্রযুক্তির মাধ্যমে বিলবোর্ডটি স্মার্ট মোবাইলের ক্যামেরায় ধরা দেয় শেখ হাসিনার উল্লেখযোগ্য ও দুর্লভ কিছু তথ্যচিত্র নিয়ে।

চীন-জাপান ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতে এ প্রযুক্তির ব্যবহারে প্রসার ঘটলেও বাংলাদেশে এর ব্যবহার অনেক কম। নির্মাতা টিমের আর্কাইভটি ডেভেলপ করতে সময় লেগেছে দুই মাসের মতো। শেখ হাসিনা আর্কাইভ ওয়েব অ্যাপ বিলবোর্ডটি যশোরের আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে। যেকোনো ব্যক্তি তার স্মার্টফোন দিয়ে এ বোর্ডের ওপর কিউআর কোড স্কান করলেই ধরা দেবে শেখ হাসিনার উল্লেখযোগ্য ও দুর্লভ কিছু তথ্যচিত্র।

শেখ হাসিনার জন্মদিনে যশোরে ‘ওয়েব অ্যাপ বিলবোর্ড’ চালু

শেখ নাঈম ইনিশিয়েটিভসের প্রধান নির্বাহী শেখ নাঈম হাসান মুন বলেন, ব্যক্তি-প্রতিষ্ঠান নির্বিশেষে সবাই বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কিছু না কিছু করার চেষ্টা করেন। কিছু না পারলেও অন্তত ফেসবুক পোস্ট করেন। একজন টেকপ্রেমী মানুষ হিসেবে আমিও আমার জায়গা থেকে ততটুকুই করেছি।

তিনি বলেন, উন্নত দেশগুলোতে এআর বা অগমেন্টেড রিয়্যালিটি বেশ পরিচিত প্রযুক্তি হলেও বাংলাদেশে এ নিয়ে তেমন একটা কাজ হয় না। তাই আমার ইচ্ছা ছিল আমার নেত্রীর জন্মদিনে তার জীবনের বিভিন্ন অধ্যায়কে ঘিরে একটি পরিপূর্ণ আর্কাইভ তৈরি করবো। পরিকল্পনা অনেক দিনের হলেও গত দুইমাসে আমরা গোটা আর্কাইভটি তৈরি করি। মূলত টেকনোলজি ও ইতিহাসকে এক সুতায় বাঁধতেই এ উদ্যোগ।

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল হয়েছে এ দেশ। আবার তার হাত ধরেই স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে। সেই স্মার্ট দেশে স্মার্ট সিটিজেনের অংশ হিসেবে জেলা ছাত্রলীগ এ উদ্যোগ নিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জীবনী, লেখালেখি, বক্তব্য, প্রকাশনা, তার ওপর নির্মিত ও লিখিত ডকুমেন্টারিসহ নানা তথ্য পাওয়া যাবে এখানে।

সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, তরুণ প্রজন্মসহ যশোরবাসীর কাছে শেখ হাসিনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে এ ওয়েব অ্যাপে। সেই লক্ষে প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে এ বিলবোর্ড বসানো হবে।

মিলন রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।