আশুলিয়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা
সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়েছে। রোববার (১ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানায় বাদী হয়ে মামলাটি করেন নিহত মোক্তার হোসেন বাবুলের ভাই আয়নাল হক।
আরও পড়ুন: আশুলিয়ায় ফ্ল্যাট থেকে একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী জানান, একই পরিবারের মা-বাবা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। মরদেহ রাতেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।
এর আগে শনিবার রাতে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন বহুতল ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাহফুজুর রহমান নিপু/আরএইচ/এএসএম