সিলেটে পৃথক অভিযানে ৩২৮ বস্তা চিনি জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০১ অক্টোবর ২০২৩

সিলেটে পৃথক অভিযানে ৩২৮ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) দুপুরে সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত উপজেলা গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রামের থেকে ৫০ কেজি ওজনের ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

আটকরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার মুজাফফরপুর গ্রামের মোহাম্মদ হাসন আলীর ছেলে মো. সবুর আলী শেখ (৩৫) ও একই গ্রামের মোহাম্মদ হোসেন আলী শেখের ছেলে মোহাম্মদ কাউসার আলী শেখ (২৫)।

jagonews24

আরও পড়ুন: অবৈধ পথে আসা ১১২ মণ ভারতীয় চিনি জব্দ 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের পান্তুমাই গ্রামে অভিযান চালিয়ে ১৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান।

এদিকে জেলা পুলিশের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৬ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে এসআই ফায়াজ উদ্দিন ফয়েজ বাদী হয়ে মামলা করেছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ছামির মাহমুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।