মিরসরাই

সংঘর্ষের ঘটনায় আরেক মামলা, আসামি বিএনপির ৯৫ নেতাকর্মী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০২ অক্টোবর ২০২৩
মামলার প্রধান আসামি মিরসরাইয়ের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন

মিরসরাইয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় জোরারগঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় আহত মেহেদুল আলম ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় সংঘর্ষের দিন আটক হওয়া চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলায় মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনকে প্রধান আসামি করা হয়েছে। ৩৫ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০ জনসহ ৯৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর সংঘর্ষে নিহত কিশোর রায়হান হোসেন রুমনের মা খালেদা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলাও প্রধান আসামি করা হয় নুরুল আমিন চেয়ারম্যানকে। এছাড়া ১৫ জনের নাম উল্লেখ করে বিএনপির ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। দুই মামলায় সংঘর্ষের দিন আটক হওয়া ৪জনকে আসামী দেখানো হয়েছে।

আরও পড়ুন: সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮৫ জনের নামে মামলা

এর আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আজমপুর বাজারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একজন নিহতসহ আরও অন্তত ২০ জন আহত হন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, ওচমানপুরের ঘটনায় আহত মেহেদুল আলম ভূঁইয়া বাদী হয়ে থানায় একটি মারামারির মামলা করেছেন। মামলায় সংঘর্ষের দিন আটক হওয়া চার বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার এজাহারানীয় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এম মাঈন উদ্দিন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।