স্ত্রীকে হত্যা করে ড্রামে লাশ গুম: ৯ বছর পর গ্রেফতার স্বামী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০২ অক্টোবর ২০২৩

চট্টগ্রামে স্ত্রী হত্যার ৯ বছর পর স্বামী আবুল হোসেন ওরফে লিটনকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। রোববার ফেনীর সোনাগাজীর রাঘবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

লিটন ওই গ্রামের মৃত হাফেজ আহম্মদের ছেলে। সোমবার বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম।

র‍্যাব জানায়, নিহত নাসিমা বেগমের বাড়ি বাগেরহাটে। ২০১১ সালে চট্টগ্রামে ভাইয়ের বাসায় এসে পোশাক কারখানায় চাকরি নেন তিনি। এসময় লিটনের সঙ্গে পরিচয় হয় নাসিমার। এরপর ২০১৩ সালে লিটনকে বিয়ে করে পাহাড়তলী এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি। এর কিছুদিন পর নাসিমা জানতে পারেন লিটন বিবাহিত, তার আগের স্ত্রী ও সন্তান রয়েছে।

এ নিয়ে দুজনের ঝগড়া হয়। এরপর ২০১৪ সালের ৩১ মার্চ নাসিমাকে হত্যা করে পানি রাখার প্লাস্টিকের ড্রামে ভরে বাসায় তালা দিয়ে পালিয়ে যান লিটন। এসময় নাসিমার কোনো খোঁজ না পেয়ে বাগেরহাট থেকে ভাইবোনরা এসে পুলিশকে খবর দেন। পুলিশ বাসায় রাখা ড্রাম থেকে নাসিমার গলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মো. সেলিম বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন।

এরপর দীর্ঘ ৯ বছর ধরে ছদ্মনামে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন লিটন। সবশেষে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে গোপন সংবাদের ভিত্তিতে ১ অক্টোবর অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেফতার করে।

এমডিআইএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।