যাত্রীদের দুর্ভোগ
দ্বিতীয় দিনের মতো বন্ধ রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল

দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকাগামী পরিবহনে চলাচলকারী যাত্রীরা। ভেঙে ভেঙে বিভিন্ন বাহনে তাদের ঢাকায় যেতে হচ্ছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন ।
ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ ফরিদপুর-কুষ্টিয়াসহ দেশের অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজবাড়ী বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের কথা থাকলেও প্রতিদিন চারটির বেশি বাস চলছিল। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গোল্ডেন লাইনের বাস আটকে যাত্রী নামিয়ে খালি বাস ফেরত পাঠায় রাজবাড়ী বাস মালিক সমিতি। এ কারণে ঢাকার গাবতলীতে রাজবাড়ীর বাস ঢোকা বন্ধ করে দেওয়া হয়। একই কারণে সোমবার ভোর থেকে রাজবাড়ী থেকে ঢাকায় সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
সূত্র বলছে, রাজবাড়ী-ঢাকা রুটে ১০১টির বেশি ট্রিপ চলাচল করে। যার মধ্যে রাজবাড়ীর বাসের ট্রিপ রয়েছে মাত্র ৫৩টি। কোনো আলোচনা না করে অন্যান্য বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, আজ দ্বিতীয় দিনের মতো রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।
রুবেলুর রহমান/এসআর/জিকেএস