লোকালয়ে ধরা পড়লো ৮ ফুট লম্বা অজগর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয়ে একটি অজগর সাপ ধরা পড়ে। পরে খবর পেয়ে বনে অবমুক্ত করেছেন বনবিভাগের কর্মকর্তারা। বুধবার (৪ অক্টোবর) বিকেলে সাপটি বনে অবমুক্ত করা হয়।

জানা গেছে, বুধবার সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বিটের হরিহরপুর এলাকায় লোকালয়ে একটি অজগর দেখতে পায় এলাকাবাসী। এরপর বনবিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হলে তারা এসে বিকেলে সাপটি প্রাকৃতিক বনে অবমুক্ত করেন।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ, উত্তর চট্টগ্রাম বনবিভাগ কর্মকর্তা এস এম কায়সার।

বনবিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ বলেন, বুধবার জোরারগঞ্জ বিটের হরিহরপুর এলাকায় একটি অজগর সাপের (বার্মিজ পাইথন) লোকালয়ে আসার খবর পাওয়া যায়। সাপটির দৈর্ঘ্য ৮ ফুট। বিকেলে অজগরটি বনে অবমুক্ত করা হয়েছে।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।