সিলেটে ১৮ চুরির মামলার আসামি গ্রেফতার
সিলেটে ১৮টি চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জৈন্তাপুর থানাপুলিশ। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার (৪ অক্টোবর) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জমশেদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম কয়েছ আহমেদ (৩৭)। তিনি সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার গোটাটিকর পূর্বপাড়ার শহিদ আলীর ছেলে।
বিকেলে জেলা পুলিশের মিডিয়া ফোকাল অফিসার সম্রাট তালুকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, সকালে একটি চোরাই মোটরসাইকেলসহ কয়েছ আহমেদকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতে পাঠানো হয়। থানার রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, কয়েছ আহমেদ একজন অভ্যাসগত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি চুরির মামলা রয়েছে।
ছামির মাহমুদ/এসআর/এমএস