সিলেটে হত্যা ও মাদক মামলায় দুজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৫ অক্টোবর ২০২৩

সিলেটে হত্যা ও মাদক সংক্রান্ত পৃথক দুই মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাদকের মামলায় আরও দুই আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। এসময় আদালতের কাঠগড়ায় আসামিরা উপস্থিত ছিলেন।

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুভাস কুর্মী ওরফে মেটন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনি চা-বাগানের মৃত মুকুল কুর্মীর ছেলে। রায়ে তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেটে হত্যা ও মাদক মামলায় দুজনের মৃত্যুদণ্ড

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মালিক ওরফে লিটন ওরফে লম্বা লিটন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখেরপাড় গ্রামের শহীদ উদ্দিন ওরফে শহির আলী ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নিজাম উদ্দিন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ রায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

সিলেটে হত্যা ও মাদক মামলায় দুজনের মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২ এপ্রিল সবিতা মুণ্ডা নামের এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন করেন প্রকাশ কুর্মী মেটন। পরে ওই নারী ঘটনাটি তার মাকে জানালে সুভাস মুণ্ডা সবিতাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর বিষয়টি কাউকে না জানাতে বলেন। এরপর একই বছরের ২৯ এপ্রিল সবিতাকে বিয়ে করবেন বলে ফোনে ডেকে নেন সুভাস। পরে রাতে সবিতাকে না পেয়ে বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকেন। পরদিন গুলনী চা-বাগানের একটি কাঁঠাল গাছ থেকে সবিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় হেরোইন বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আসামি আব্দুল মালেক লিটনের রান্নাঘরের দরজার পাশে স্কুলব্যাগে থাকা এককেজি হেরোইন ও হেরোইন সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এসময় বসতঘরের খাটের নিচ থেকে সোহেল বুনার্জী ও মাসুম আহমুদকে আটক করে পুলিশ।

ছামির মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।