বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
বগুড়ার শাজাহানপুর থেকে অজ্ঞাত এক যুবকেক হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেজোড়া জামতলা এলাকা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। আনুমানিক ২৪-২৫ বছর বয়সী নিহত যুবকের পরনে ফুল প্যান্ট ও হাফ শার্ট রয়েছে। তার বুকে ৪-৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে মরদেহ জামতলা এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। হত্যার কোন আলামত নেই। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
লিমন বাসার/এসএস/এমএস