বরিশালে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ : ৪ পুলিশ সদস্য বরখাস্ত


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

বরিশাল নগরীতে ইনস্টিটিউব অব হেলথ টেকোলজিস্টর (আইএইচটি) শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনায় ৪ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এরা হলেন, স্পেশাল আমর্ড ফোর্সেস শাখার কনস্টেবল (১১৮৮) খলিলুর রহমান,কনস্টেবল (৯৪৮) নূরে আলম, কনস্টেবল (৮৫৫) রফিকুল ইসলাম ও কনস্টেবল (৪৮৬) আনোয়ার হোসেন।

একই সঙ্গে কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসিসহ ৩ জনকে শোকজ করা হয়েছে।

এছাড়া বরখাস্তকৃত কনস্টেবলদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরেরও সিদ্ধান্ত নিয়েছে তদন্ত কমিটি।

রোবাবর সংশ্লিষ্ট দপ্তরে এ তদন্ত রিপোর্ট জমা দেয়া হয়। তদন্ত রির্পোটে বাড়াবাড়ির প্রমাণ পাওয়াই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওই ব্যবস্থা গ্রহণ করা হয়।

তদন্ত কমিটির প্রধান উপ-পুলিশ কমিশনার শোয়েব আহমেদ জানান, আইএইচটির শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, পথচারী, মেডিকেল কলেজের সামনের ওষুধ ব্যবসায়ী, ঘটনার সাথে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাসহ ৪৭ জনের সাক্ষ্য নিয়ে ধারণ ও সংগ্রহ করা বিভিন্ন ভিডিও ফুটেজ এবং স্থির চিত্রের সাথে সাক্ষিদের দেয়া তথ্য মিলিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

দোষী চারজনকে সাময়িক বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করা হয়।
এছাড়া আন্দোলন চলাকালে সেখানে কর্তব্যরত ফোর্স নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি সাখাওয়াত হোসেন এবং সময়মতো মহিলা ফোর্স না পাঠানোর কারণে মেট্রোপুলিশের রিজার্ভ ইন্সেপেক্টর আবু জাফর ও মহিলা ব্যারাকের ইনচার্জ এএসআই সরোয়ার হোসেনকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।
তাদের উত্তরের উপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ১০ দফা দাবি বাস্তবায়নে আইএইচটি’র শিক্ষার্থীরা নগরীর বান্দ রোড অবরোধকালে পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত হয়।
এদের মধ্যে আইএইচটি’র শিক্ষার্থী আখি, আখি নূর ও সুরাইয়ার অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় ৪ ডিসেম্বর রাতে তদন্ত কমিটি গঠন করে ৩ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার শৈবালকান্তি চৌধুরী। পরবর্তীতে তদন্ত কমিটি আরো ২ দিন সময় বাড়িয়ে এ রির্পোট প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।