নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কান্দী নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় বৃষ্টি (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আরও তিন অটোরিকশা যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি উপজেলার জিয়াকুলি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুলের স্ত্রী শিশুটিকে নিয়ে অটো রিকশায় করে নগরকান্দায় যাওয়ার পথে সামনে থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের অটো রিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু বৃষ্টি নিহত হয়। এ সময় অটো রিকশার আরো তিন যাত্রী আহত হয়েছেন।
ভাঙা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। চালক মনিরুল ইসলামকে এলাকাবাসী বেধড়ক মারপিট করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তরুন/এফএ/এবিএস