সিরাজগঞ্জে ১১০০ ব্যালট পেপার ছিনতাই


প্রকাশিত: ০৭:২১ এএম, ৩১ মার্চ ২০১৬

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোট চলাকালে দুপুর ১২টার দিকে কাউয়াখোলা ইউনিয়নের বড়কয়ড়া কেন্দ্রে দুবৃত্তরা হামলা করে। এ সময় তারা ৯০০ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম জানান, কয়েকজন দুর্বৃত্ত ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ৯০০ ব্যালট পেপার ছিনাতাই করে নিয়ে যায়। পরে এই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে বহুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধীতপুর কেন্দ্রে দুপুর পৌনে ১২টার দিকে ২০০ ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে তারা পালিয়ে যায়।

এছাড়া অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও ১৪ জন ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালতের দ্বায়িত্বসহ বিজিবি, র্যাব ও পুলিশের টহল জোরদার রয়েছে।

সয়দাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন আপিল বিভাগের আদেশে সাময়িকভাবে স্থগিত ও রতনকান্দি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় এই ইউনিয়নের নির্বাচনে শুধু মেম্বারদের ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে প্রচুর ভোটারদের সমাগম ঘটে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশি।

বাদল ভৌমিক/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।