ফেসবুকে লুঙ্গি কিনে মূল্য পরিশোধ না করায় দু’বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পণ্য কেনার পর মূল্য পরিশোধ না করে প্রতারণার দায়ে আমজাদ হোসেন কিরণ (৪৪) নামে এক ব্যক্তির দুবছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেন যশোর সদর থানার জয়নাল আবেদিনের ছেলে।

রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি ২০২২ সালের জুন মাসে একটি লুঙ্গি কোম্পানির কাছে থেকে প্রথমে ফেসবুকের মাধ্যমে কিছু নমুনা অর্ডার করে। পরে সেগুলোর টাকা পরিশোধ করে বিকাশের মাধ্যমে। এরপর ৩ লাখ ৩২ হাজার ২৮০ টাকার লুঙ্গি ফেসবুকের মাধ্যমে অর্ডার করেন। পণ্য পাওয়ার পর থেকেই তিনি তার ফোন নম্বর ও ফেসবুকে যোগাযোগ বন্ধ করে দেন। ওই বছরের ২৪ জুলাই বুলবুল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন। এ মামলার রায় আজ ঘোষণা করেন আদালত।

পিপি আরও বলেন, মামলায় আসামি কিরণকে আদালত দুটি ধারায় এক বছর করে দুই বছর এবং নগদ ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে অরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

সাখাওয়াত হোসেন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।