অষ্টগ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন, অষ্টগ্রাম উপজেলা সদরের কারবালার হাটি গ্রামের দুদু মিয়ার ছেলে সালু মিয়া (৩৫) ও বর্ধমানপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সহিদ মিয়া (৪৩)।
এলাকাবাসী জানায়, ওই দুই কৃষক হাওরে বোরো জমিতে কাজ করে বাড়ি ফিরছিল। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তারা।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নূর মোহাম্মদ/এআরএ/পিআর