ইসি রাশেদা

বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই জানিয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশি পর্যবেক্ষক যত আসবে নির্বাচন তত স্বচ্ছ হবে।

jagonews24

তিনি আরও জানান, স্বতন্ত্র পদে নির্বাচনে করতে হলে বতর্মানে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের কাজ নয়। কমিশনের কাজ ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান রাশেদা সুলতানা।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, আরএমপি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

 

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।