সাতক্ষীরায় বিরোধের জেরে নিহত ১


প্রকাশিত: ০৬:০৭ এএম, ০১ এপ্রিল ২০১৬

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে ঘরের ছাউনি দেয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে একই পরিবারের চারজন মারাত্মক আহত ও একজনের মৃত্যু হয়েছে।

পুলিশের দাবি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার গভীর রাতে কলারোয় উপজেলার দেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাজিমউদ্দিন সানা, ইদ্রিস আলী, মোস্তফা ও মঞ্জুয়ারা। মৃত ব্যক্তি হলেন- দেয়াড়া গ্রামের খোরশেদ সানার ছেলে মোসলেম উদ্দিন সানা (৬০)।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল সালেহ মো. মাসুদ করিম জানান, জসিম উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই নাজিম উদ্দিনের ঘরের ছাউনি নিয়ে বিরোধ চলে আসাছিল। এরই জের ধরে জসিম উদ্দিন রাতে তার চাচাতে ভাইসহ চারজনকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় পুলিশ জসিম উদ্দিনের বাবা মোসলেম উদ্দিনকে আটক করে। পুলিশ তাকে থানায় নেয়ার পথে মোসলেম উদ্দিন মারা যায়। হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে। মৃতের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।