টাঙ্গাইলে হরিজন পল্লীতে বিদ্যালয় নির্মাণ


প্রকাশিত: ০৭:৫২ এএম, ০১ এপ্রিল ২০১৬

টাঙ্গাইল পৌর এলাকার হরিজন পল্লীতে ডেনমার্কের অর্থায়নে নির্মিত এসএসএস পৌর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে স্কুলের শুভ উদ্বোধন করেন টেরি-ডেস-হোমস নেদারল্যান্ডস এর নির্বাহী পরিচালক মি. এলবার্ট জ্যাপ ভ্যান স্যান্টব্রিংক।

এসএসএস এর কার্যনির্বাহী কমিটির সভাপতি মোর্শেদ আলম সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ এর প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

Tangail

নিরক্ষরতা রোধে টাঙ্গাইল পৌর এলাকায় এই প্রথম হরিজন পল্লীর অবহেলিত শিশুদের জন্য মাধ্যমিক পর্যায়ে স্কুল নির্মাণ করা হয়েছে। স্কুল ড্রেসসহ বিনামূল্যে সকল শিক্ষা উপকরণ প্রদান করা হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।