জমি নিয়ে বিরোধে নিহত ১ : গ্রেফতার ৪
দিনাজপুরের খানসামায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম খানসামা উপজেলার খামারপাড়া দাসপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দীনের ছেলে।
আহতরা হলেন, রবিউল সালাম (৩৬), তহরুল ইসলাম (৩২), আমিনুল ইসলাম (৩৬), ওসমান আলী (৩২), আঞ্জুয়ারা (৩২), রেজিয়া খাতুন (৪৫),শহিদুল ইসলাম (৩৫) ও আইনুল হক (৩০)।
গ্রেফতারকৃতরা হলেন, শওকত আলী (৪৮), রব্বানী (১৮), নাজমুল হক (২৭) ও আব্দুর রাজ্জাক (২৫)।
খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শফিকুলের সঙ্গে প্রতিবেশি শওকত আলীর (৪৮) দীর্ঘদিন ধরে এক একর ৭৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয়ের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকলে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মার যান। এসময় অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে আটজনকে খানসামা পাকেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
এমদাদুল হক মিলন/এআরএ/পিআর