স্বতন্ত্রপ্রার্থী হচ্ছেন এ কে আজাদ
ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্রপ্রার্থী হচ্ছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় এ কে আজাদ বলেন, ফরিদপুরে একটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। যাতে সেখানে কিছু কর্মসংস্থানের সৃষ্টি হয়। এর পাশাপাশি আমরা এলাকায় বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল গড়েছি। নির্বাচিত হলে বেশ কিছু কর্মপরিকল্পনা রয়েছে আমাদের।
আরও পড়ুন: স্বতন্ত্রপ্রার্থী হচ্ছেন ব্যারিস্টার সুমন
তিনি বলেন, চরাঞ্চলে মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে একটি হাসপাতাল গড়ে তুলেছি। যেখানে দরিদ্র মানুষ চিকিৎসা পাচ্ছেন। আমরা আটটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছি। সেখানে কোয়ালিটি এডুকেশন দেওয়া হচ্ছে। এছাড়া ফরিদপুর সদর এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পড়ালেখা হচ্ছে না সেগুলোর মান উন্নয়নে কাজ করবো।
এ কে আজাদ গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে ধারা চলেছে, তা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। ফরিদপুরের এ আসন থেকে নির্বাচিত হলে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করা যাবে।
এ সময় পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম মুকুল, খলিফা কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম নিরু, জেলা আওয়ামী লগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রাসুল তানিয়া, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সি, আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জী, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এন কে বি নয়ন/আরএইচ/এমএম