ফরিদপুরে রশি নিয়ে খেলার সময় ফাঁস লেগে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:২৭ পিএম, ০২ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরের সালথায় মুরসালিন (৯) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি- রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মুরসালিন নওয়াপাড়া গ্রামের কৃষক মো. চাঁন মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে মুরসালিন বড়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুন: ২ সন্তানের বাবা যুবলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

স্থানীয় বাসিন্দা মো. গিয়াস উদ্দীন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মুরসালিনকে বাড়িতে একা রেখে তার মা পাশের একটি দোকান বিস্কুট কিনতে যায়। দোকান থেকে মাত্র ১৫ মিনিটের মধ্যে বাড়িতে ফিরে ঘরের দরজা আটকানো দেখেন তার মা। এ সময় ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, নাইলনের রশি গলায় পেঁচানো অবস্থায় দরজার চৌকাঠে মুরসালিন ঝুলছে। পরে দ্রুত তাকে স্থানীয় কাগদী বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা ঘরের মধ্যে রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে মুরসালিন মারা গেছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এন কে বি নয়ন /জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।