গোপালপুরে আ.লীগের ৫ ও স্বতন্ত্র ২ প্রার্থী জয়ী


প্রকাশিত: ০৩:০১ এএম, ০২ এপ্রিল ২০১৬

টাঙ্গাইলের গোপালপুর উজেলার ৭ ইউনিয়নে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের ৫ জন প্রার্থী ও দুই জন স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।

নির্বাচনের বিজয়ী প্রার্থীরা হলেন, মির্জাপুর ইউনিয়নে মো. হালিমুজ্জামান তালুকদার (নৌকা) প্রতীকে পেয়েছেন ১৮১০৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান জসিম (ধানেরশীষ) প্রতীকে পেয়েছেন ৮৮৭ ভোট।

আলমনগর ইউনিয়নে অধ্যাপক আব্দুল মোমেন (নৌকা) প্রতীকে পেয়েছেন ৪৯৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হক চৌধুরী ওপেল (ধানেরশীষ) প্রতীকে পেয়েছেন ৪৮২০ ভোট।

ধোপাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল হাই (আনারস) প্রতীকে পেয়েছেন ৬৯৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গোলাম মোস্তফা (ধানেরশীষ) প্রতীকে পেয়েছেন ৪৪৩০ ভোট।

হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রওশন খান আইয়ুব (আনারস) প্রতীকে পেয়েছেন ৮২৩৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম খান (ধানেরশীষ) প্রতীকে ৪৬০৮ ভোট পেয়েছেন।

নগদাশিমলা ইউনিয়নে এ্যাডভোকেট কে এম আবুল কালাম জুরাত (নৌকা) প্রতীকে পেয়েছেন ৫৫৩৬ ভোট, তার নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান কামাল (আনারস) প্রতীকে পেয়েছেন ৫০৭৬ ভোট।

হাদিরা ইউনিয়নে মো. আবুল কাশেম (নৌকা) প্রতীকে পেয়েছেন ৫৪৭২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল কাদের তালুকদার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা) প্রতীকে পেয়েছেন ৪৮০৭ ভোট।

ঝাওয়াইল ইউনিয়নে মো. রফিকুল ইসলাম তালুকদার (নৌকা) প্রতীকে পেয়েছেন ১২০৪০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন প্রিন্স (ধানেরশীষ) প্রতীকে পেয়েছেন ২৬২৬ ভোট।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।