আ’লীগ করে নৌকার বাইরে নির্বাচন করার সুযোগ নেই: আব্দুর রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমান বলেছেন, বিভিন্ন উছিলায় যারা আওয়ামী লীগের বাইরে গিয়ে নির্বাচনে করছেন, এখনো সময় আছে ফিরে আসুন। তা নাহলে ১৯ তারিখে জেলা কমিটি তাদের সাময়িক বরখাস্ত করে কেন্দ্রে পাঠাবে। আওয়ামী লীগ করে নৌকা মার্কার বাইরে নির্বাচন করার সুযোগ নেই।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ’লীগ করে নৌকার বাইরে নির্বাচন করার সুযোগ নেই: আব্দুর রহমান

আব্দুর রহমান বলেন, দলীয় নেতাকর্মীদের এটা বুঝতে হবে যে, আওয়ামী লীগ করে নৌকার বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ তারিখ। তাই তার আগে নৌকা মার্কার নির্বাচন করুন।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক নুরুল আমীন বাপ্পি প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।