সিলেটে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১০:৪৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আব্দুল্লাহ মিয়া (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতা।

রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার পুর্নাছগাম গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ মিয়া সুন্দাউরা গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে পুর্নাছগাম ও সুন্দাউরা গ্রামের দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রোববার সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। মারামারি থামাতে ঘটনাস্থলে যান আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ মিয়া। এ সময় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) হিল্লোল রায় জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে একজন মারা গেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এখলাস আলী জাগো নিউজকে বলেন, অটোরিকশার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুপক্ষের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে মারামারি শুরু হলে আহত হন আব্দুল্লাহ মিয়া। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ এখনো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। সোমবার পরিবারের কাছে হস্তান্তরের কথা। এরপর দাফন সম্পন্ন হবে।

এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।