ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা, ইউপি সদস্যের জেল

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের অর্থনৈতিক অঞ্চলের (বেজা) জমি দখলে নিয়ে মাছ চাষ বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কাজে বাধা দেওয়ায় শেখ আশরাফ উদ্দিন রাকিব নামে এক ইউপি সদস্যকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপজেলার ইছাখালী এলাকায় বেজার ভূমি উদ্ধার অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

রাকিব ইছাখালী ইউনিয়নের চুনি মিঝিরটেক এলাকার মোহাম্মদ হাসানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা, ইউপি সদস্যের জেল

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন জাগো নিউজকে বলেন, বেজার সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর শুভ কর্তৃক আনীত প্রসিকিউশন অনুযায়ী অধিগ্রহণকৃত ভূমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি কাজে সরকারি কর্মচারীকে আক্রমণ ও অপরাধমূলক বলপ্রয়োগের জন্য ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দিন রাকিবকে দণ্ডবিধি অনুযায়ী পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ১০টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা, ইউপি সদস্যের জেল

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিবকে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন নাম্বার না থাকায় বাজেয়াপ্ত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের প্রকল্প পরিচালক আবদুল্লাহ ফারুক বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের অধিগ্রহণ করা জায়গায় স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা অবৈধভাবে মাছ চাষ করে আসছিলো। মঙ্গলবার এসব জমি উদ্ধারে প্রশাসন অভিযান চালিয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।