অবশেষে বন্ধ হলো নগ্নতা আর জুয়ার মেলা


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০২ এপ্রিল ২০১৬

সাতক্ষীরার তালায় অবশেষে বন্ধ হলো নগ্ন নৃত্য আর জুয়ার মেলা। শনিবার জেলা প্রশাসন মেলাটি বন্ধ করে দেয়। কবি সিকান্দার আবু জাফরের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ মার্চ এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

মেলা শুরুর পরদিন থেকেই পুতুল নাচের নামে নগ্ন নৃত্য আর জুয়ায় মেতে উঠে মেলা প্রাঙ্গণ। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় অবশেষে জেলা প্রশাসন মেলাটি বন্ধ করে দেয়। শুক্রবার রাতে জুয়াড়ি আমজাদ হোসেনকে আটক করলেও শনিবার মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়।

তালার তেঁতুলিয়ায় অনুষ্ঠিত এ মেলায় কবির স্মৃতিচারণ বা তার লেখা সাহিত্যকর্ম স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্টজনেরা।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জাগো নিউজকে জানান, মেলাটি বিগত কয়েকবছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর শুরু থেকেই নগ্ন নৃত্য আর রমরমা জুয়ার আসর পাতিয়ে ফায়দা লুটছিল এক শ্রেণির দালালরা। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর মেলা বন্ধ করে দেয়া হয়েছে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।